
চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়নের মাত্র ২১ মিনিট পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। কেবিনের তাপমাত্রা অত্যধিক বেড়ে যাওয়ায় এই ঘটনা ঘটে।
সোমবার (১১ আগস্ট) দুপুর ২টা ৩৪ মিনিটে বিজি ৬১৫ ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দর থেকে চট্টগ্রামের দিকে যাত্রা শুরু করে। কিন্তু উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটির কারণে কেবিনের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে পাইলট দ্রুত বিমানটি ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। ফলস্বরূপ, দুপুর ২টা ৫৫ মিনিটে বিমানটি নিরাপদে বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি অবতরণের পর যাত্রীদের পরবর্তী ফ্লাইটে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগের দিন রবিবারও (১০ আগস্ট) যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বাতিল হয়েছিল। ইতালি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসার কথা ছিল বিজি ৩৫৬ ফ্লাইটটির, কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে সেটি রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দরে গ্রাউন্ডেড করা হয়।
Comments