Image description

লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পালেরহাট এলাকায় দেশীয় অস্ত্রসহ জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক একেএম ফরিদ উদ্দিনকে আটক করেছে সেনাবাহিনী। 

রোববার (১০ আগস্ট) রাতে চালানো অভিযানে ফরিদের বাড়ি থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। ফরিদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১৪টি মামলা রয়েছে বলে জানা গেছে।

একই অভিযানে পালেরহাট এলাকার নাঈম নামে এক ব্যক্তির বাড়ি থেকে মদ, ইয়াবা, গাঁজা এবং বেশ কিছু সিসিটিভি ক্যামেরা উদ্ধার করা হয়।

লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। 

তিনি বলেন, “অভিযানকালে ফরিদের বাড়ি থেকে একটি একনলা বন্দুক এবং নাঈমের বাড়ি থেকে মদ, গাঁজা, ইয়াবাসহ কিছু সিসিটিভি ক্যামেরা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।