
চট্টগ্রামে বন্দরকেন্দ্রিক আন্দোলন বন্ধের জন্য ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠায় চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১১ আগস্ট) এনসিপি চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এই নোটিশ পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, গত ১০ আগস্ট বাংলাদেশের বিভিন্ন সংবাদ মিডিয়ায় প্রকাশিত সংবাদ মারফতে আপনার একটি ভিডিও এনসিপি চট্টগ্রাম মহানগর কমিটির নজরে এসেছে। ফলে আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। এমতাবস্থায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে প্রধান সমন্বয়কারী এনসিপি চট্টগ্রাম মহানগর, মীর আরশাদুল হক বরাবর আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এই বিষয়ে মন্তব্য জানতে এনসিপি চট্টগ্রাম মহানগর কমিটির প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক এবং নোটিশ দাতা আরিফ মঈনুদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
তবে নিজাম উদ্দিন গণমাধ্যমকে নোটিশ পাওয়ার কথা স্বীকার করে বলেছেন, "আমি নোটিশটি পেয়েছি। আমি এটির ব্যাখ্যা দেবো। ইনশাআল্লাহ আমি এখানেও জয়ী হবো।"
উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজাম উদ্দিনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে তাকে বলতে শোনা যায়, "কত দিছে? কত লাখ? পাঁচ, না? আন্দোলন বন্ধ করার জন্য, না? আরও বেশি নিতা প্রেশার দিয়ে। তোমরা দেখো ওর থেকে আরও পাঁচ লাখ নিতে পারো কি না।" এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।
Comments