Image description

শহরের অপরাধ দমনের প্রতিস্রুতির অংশ হিসেবে গৃহহীনদের অবশ্যই ওয়াশিংটন ডিসি থেকে 'সরে যেতে হবে' বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

রোববার ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করেন: 'আমরা আপনাদের থাকার জায়গা দেব, কিন্তু রাজধানী থেকে দূরে।' তিনি আরও বলেন, শহরকে 'আগের চেয়েও নিরাপদ ও সুন্দর' করার পরিকল্পনা নিয়ে সোমবার তিনি সংবাদ সম্মেলন করবেন।

গত মাসে ট্রাম্প একটি আদেশে সই করেন। ওই আদেশের ফলে গৃহহীনদের গ্রেপ্তার করা সহজ হয়ে যায়। গত সপ্তাহে ওয়াশিংটন ডিসির রাস্তায় ফেডারেল আইন প্রয়োগকারী বাহিনী মোতায়েনের নির্দেশও দেন তিনি।

রোববার ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, 'গৃহহীনদের অবশ্যই, অবিলম্বে সরে যেতে হবে।'

তিনি বলেন, 'আমরা আপনাদের থাকার জায়গা দেব, কিন্তু রাজধানী থেকে দূরে। আর অপরাধীদের সরতে হবে না। আমরা তোমাদের জেলে পুরব, যা তোমাদের আসল জায়গা।'

রাস্তায় থাকা তাঁবু ও আবর্জনার ছবি যোগ করে তিনি বলেন, '"ভালোমানুষ" সাজার কোনো ব্যাপার নেই। আমরা আমাদের রাজধানীকে ফেরত চাই। এ বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ!'

শুক্রবার ট্রাম্প 'সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে' চলে যাওয়া অপরাধ দমনের জন্য ওয়াশিংটন ডিসিতে ফেডারেল এজেন্টদের—ইউএস পার্ক পুলিশ, ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ), এফবিআই ও ইউএস মার্শাল সার্ভিসের সদস্য—মোতায়েনের নির্দেশ দেন।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা ন্যাশনাল পাবলিক রেডিওকে জানান, শনিবার রাতে প্রায় ৪৫০ জন ফেডারেল অফিসার মোতায়েন করা হয়েছে।

বিবিসি বলছে, ১৯ বছর বয়সী সাবেক সরকারি কর্মচারীর ওপর কথিত গাড়ি ছিনতাইয়ের চেষ্টা ও হামলার ঘটনার পর এই পদক্ষেপটি সামনে এসেছে। ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় রক্তাক্ত ভুক্তভোগীর ছবি পোস্ট করে ঘটনাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

পরে শহরের মেয়র বাউজার এমএসএনবিসিকে বলেন, “২০২৩ সালে অপরাধের হার বেড়েছিল, কিন্তু এটা এখন ২০২৩ নয়। গত দুই বছরে আমরা সহিংস অপরাধকে ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে এসেছি।”

তিনি হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলারের রাজধানীকে ‘বাগদাদের চেয়ে বেশি সহিংস’ আখ্যা দেওয়ার সমালোচনা করে বলেন, “যুদ্ধবিধ্বস্ত দেশের সঙ্গে তুলনা সম্পূর্ণ অতিরঞ্জিত ও ভুল।”

যদিও ওয়াশিংটন ডিসির মাথাপিছু হত্যার হার যুক্তরাষ্ট্রের অনেক শহরের তুলনায় বেশি। চলতি বছর এখন পর্যন্ত ৯৮টি হত্যাকাণ্ড রেকর্ড হয়েছে। তবে ফেডারেল তথ্য অনুযায়ী, গাড়ি ছিনতাই, হামলা ও ডাকাতির ঘটনাসহ মোট সহিংস অপরাধের সংখ্যা গত বছর ছিল গত ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন।

ট্রাম্প সোমবারের সংবাদ সম্মেলনে শহরে “অপরাধ, হত্যা ও মৃত্যু” বন্ধের পাশাপাশি এর “শারীরিক পুনর্নির্মাণ” বিষয়ে পরিকল্পনা ঘোষণা করবেন বলে জানিয়েছেন। তিনি মেয়র বাউজারকে “ভালো মানুষ” আখ্যা দিয়ে বলেছেন, তার চেষ্টা সত্ত্বেও অপরাধ বেড়েছে এবং শহর আরও “নোংরা ও কম আকর্ষণীয়” হয়ে পড়েছে।

ওয়াশিংটন ডিসির জনসংখ্যা প্রায় ৭ লাখ, যার মধ্যে প্রায় ৩ হাজার ৭৮২ জন গৃহহীন। তাদের অধিকাংশ আশ্রয়কেন্দ্র বা সরকারি বাসস্থানে থাকলেও প্রায় ৮০০ জন রাস্তায় বসবাস করে বলে জানিয়েছে কমিউনিটি পার্টনারশিপ নামের একটি সংস্থা।