বনপাড়ায় জলাবদ্ধতা নিরসন ও রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার ৮, ৯ ও ১০ নং ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসন, ড্রেন নির্মাণ এবং রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার (১১ আগস্ট) সকালে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া বাইপাস চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বনপাড়া পৌর ক্লাবের সভাপতি হুমায়ন কবীর, ব্যবসায়ী বাবর আলী, সাবেক ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, সমাজসেবক আব্দুল হালিম, খোরশেদ ভূঁইয়া ও শহীদুল্লাহ মিয়াজী বক্তব্য রাখেন। বক্তারা জানান, পৌরসভার কালিকাপুর এলাকার এই তিনটি ওয়ার্ডে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাবে বর্ষাকালে প্রতিবছর জলাবদ্ধতার সৃষ্টি হয়। এবারও টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় কৃষি ফসল নষ্ট হওয়ার পাশাপাশি বসবাস অসহনীয় হয়ে পড়েছে। এছাড়া, পৌরসভার অন্যান্য এলাকায় উন্নয়ন কাজ হলেও এই তিনটি ওয়ার্ডের রাস্তাঘাট পাকাকরণে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি নেই।
বক্তারা আরও বলেন, “এই তিনটি ওয়ার্ডের নাগরিকরা চরম বৈষম্যের শিকার। অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা ও অবহেলিত রাস্তাঘাট জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে।” তারা অবিলম্বে উন্নত ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে জলাবদ্ধতা নিরসন এবং এই ওয়ার্ডগুলোর রাস্তা পাকাকরণের জন্য পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। অন্যথায়, ভবিষ্যতে মহাসড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
Comments