রৌমারীতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের নৃশংস হত্যার প্রতিবাদে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে ঢাকা-রৌমারী সড়কে এই কর্মসূচি পালন করেন উপজেলায় কর্মরত সাংবাদিকরা।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান তারা, সমকাল প্রতিনিধি জিতেন চন্দ্র দাস, কালেরকণ্ঠ প্রতিনিধি এসএম সাদিক হোসেন, মানবকণ্ঠ প্রতিনিধি ইয়াছির আরাফাত নাহিদ, আমার দেশ প্রতিনিধি নাজিম আহমেদ, যায়যায় দিন প্রতিনিধি মিজানুর রহমান, কালবেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন, করতোয়া প্রতিনিধি শওকত আলী, এনটিভি অনলাইন প্রতিনিধি মাসুদ পারভেজ এবং এশিয়ান টেলিভিশনের রৌমারী ও রাজিবপুর প্রতিনিধি মুরাদুল ইসলাম প্রমুখ।
মানববন্ধন ও সমাবেশে বিভিন্ন পত্রিকার প্রতিনিধিগণ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রণয়ন ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এছাড়া, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন তারা।
Comments