Image description

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের নমরহাট বাজার থেকে ২ কেজি গাঁজাসহ মো. ইমরান জমদ্দার (২৭) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ইমরান পার্শ্ববর্তী আমতলী উপজেলার হলুদিয়া ইউনিয়নের টেপুরা গ্রামের জলিল জমদ্দারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১০ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলামের নেতৃত্বে একটি দল নমরহাট বাজারে অভিযান চালায়। এ সময় ইমরানকে গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে হাতেনাতে গ্রেফতার করা হয়।

কলাপাড়া থানার উপ-পরিদর্শক মো. জহিরুল ইসলাম জানান, ইমরান একজন পেশাদার মাদক বিক্রেতা। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) তাকে কলাপাড়া আদালতে সোপর্দ করা হয়।