
দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে নৃসংশভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) বেলা ১১টার সময় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে কুষ্টিয়া প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক সংবাদের কুষ্টিয়া প্রতিনিধি মিজানুর রহমান লাকি, দৈনিক সময়ের কাগজের প্রকাশক ও সম্পাদক আবু বক্কর সিদ্দিক, বাংলাভিশনের প্রতিনিধি হাসান আলী, চ্যানেল ২৪ প্রতিনিধি শরিফ বিশ্বাস, কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক সময়ের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক নুরুন্নবী বাবু, কুষ্টিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বাংলা টিভির কুষ্টিয়া প্রতিনিধি এম লিটন-উজ-জামান, প্রচার ও প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান, দৈনিক নয়া দিগন্তের কুষ্টিয়া প্রতিনিধি আফম নুরুল কাদের, সময় টিভির কুষ্টিয়া প্রতিনিধি এসএম রাশেদ,দৈনিক মানবজমিন পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি সুজন, দৈনিক কুষ্টিয়া দর্পণের সম্পাদক মজিবুল শেখ, সাংবাদিক গোলাম মাওলা, শাহারিয়ার ইমন রুবেল, এলিন, শামীম রানা প্রমুখ।
মানববন্ধনে সাংবাদিকেরা বলেন, হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
Comments