
সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামী। রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে এ হুঁশিয়ারি দেন দলটির নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘পিআর পদ্ধতি উচ্চ ও নিম্ন দুই কক্ষের জন্যই জামায়াতের দাবি। এটি মানা না হলে আন্দোলন করা হবে। পিআর পদ্ধতিতে প্রতিটা জনগণের ভোটের মূল্যায়ন করা হয়।’
ত্রয়োদশ জাতীয় সংসদ পিআর পদ্ধতিতে অনুষ্ঠানের বিষয়ে দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কয়েকটি দল। তবে বিএনপি এ পদ্ধতিতে ভোটে রাজি নয়।
বিষয়টি নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বেশ কয়েকদফা আলোচনা করলেও কোনো সুরাহা হয়নি। এরমধ্যে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের কথা জানিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়ে সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘জামায়াতে ইসলামী সব সময়ে নির্বাচনের পক্ষে।’
Comments