সরকারে না থাকা সত্ত্বেও বিএনপি জনগণের জন্য কাজ করে যাচ্ছে: আফরোজা খানম রিতা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা বলেছেন, সরকারে না থাকা সত্ত্বেও বিএনপি দেশের জনগণের জন্য কাজ করে যাচ্ছে। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান জনগণের সুখ-সুবিধার জন্য কাজ করে যাচ্ছে। সেই নেতা যখন ক্ষমতায় বসবে তখন তার জন্য কাজ করা আরো সহজ হবে। তারেক রহমানকে ক্ষমতায় আনতে হলে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
রবিবার (১০ আগষ্ট) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানর পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আফরোজা খানম রিতা বলেন, দলের দুঃসময়ের ১৭ বছর আমরা খাত-প্রতিঘাত পার করে দলের জন্য কাজ করেছি। আমাদের নেতাকর্মীরা শত কষ্টেও দল ছেড়ে যায়নি। আমরা জনগণের জন্য কাজ করি, জনগণের ভালোবাসা নিয়ে আমরা বেঁচে আছি। আমাদের দলের নেতা তারেক রহমান যেভাবে দেশের বাইরে থেকেও নেতাকর্মীদের জাতীয়তাবাদী ছায়াতলে ঐক্যবদ্ধ করে রেখেছে আমরা সেই আদর্শে বিশ্বাস করি। কাজেই তারেক রহমানের সৈনিক হয়ে আমরা গর্বিত।
তিনি আরো বলেন, মানিকগঞ্জের মাটি ও মানুষের সাথে মিশে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি এই নবগ্রামে এসেছেন, মিশেছেন গ্রামের সহজ সরল মানুষের সাথে। জিয়াউর রহমানের হাতে গড়া শিশু পার্কটি আওয়ামী লীগ সরকার এসে রেখেছিল অযত্নে আর অবহেলায়। পুনরায় এই শিশু পার্কটিকে আমরা ব্যবহার উপযোগী করে তুলবো। যাতে করে কোমলমতি শিক্ষার্থীরা পার্কে মুক্ত বাতাসে হাঁটাচলা করতে পারে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেওয়ার পূর্বে বিদ্যালয় সংলগ্ন জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত জিয়া স্মৃতি শিশু পার্কটি পরিদর্শন করেন তিনি।
নবগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট মো. সাইফুল ইসলাম খান রিমনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নূরতাজ আলম বাহার, আহবায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, সদর উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) ফজলুল হক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু, ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ পারভেজ, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীবসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Comments