
গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে জুয়েল (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ রাকিব (২৫) ও রবিন (২৭) নামে দুই যুবককে আটক করেছে। শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত তিনটার দিকে মাওনা উড়াল সেতুর নিচে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মাওনা চৌরাস্তার ‘গল্প ছড়া’ নামে একটি অস্থায়ী চায়ের দোকানের পাশে চটের বিছানায় ঘুমানো নিয়ে জুয়েল, রাকিব ও রবিনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। বিতণ্ডা ধস্তাধস্তিতে রূপ নিলে রাকিবের হাতে থাকা ছুরি জুয়েলের বুকে বিঁধে যায়। এ সময় রবিনের হাতও কেটে যায়। স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হলে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, ঘটনার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাকিব ও রবিনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিও উদ্ধার করা হয়েছে। নিহত ও আটককৃতরা ভাসমান জনগোষ্ঠীর এবং মাওনা চৌরাস্তা কেন্দ্রিক বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বলে জানা গেছে। তাদের পরিচয় শনাক্ত ও আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, গাজীপুরে অপরাধের মাত্রা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। এর আগে বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটের সামনে ‘প্রতিদিনের কাগজ’ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি বাদশা নামে এক ব্যক্তির ওপর হামলার ভিডিও ধারণ করছিলেন, যা হামলাকারীদের ক্ষুব্ধ করে এবং তারা তার ওপরও হামলা চালায়।
একের পর এক এমন ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়রা অভিযোগ করছেন, অপরাধীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ মানুষ। পুলিশের নিয়মিত টহল ও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।
Comments