
অস্বাভাবিক জোয়ারের কারণে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে মেঘনা নদীর তীররক্ষা বাঁধের কয়েকটি স্থান দেবে গেছে। এতে করে নদীভাঙনের আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন হাজার হাজার মানুষ।
সরেজমিনে দেখা গেছে, রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়নের মাছঘাট সংলগ্ন এলাকায় বাঁধের অন্তত ১৫-২০টি জায়গায় ব্লক সরে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। একই অবস্থা কমলনগরের মাতাব্বরহাট ও লুধুয়া এলাকাতেও। নদীর ঢেউয়ের তোড়ে বাঁধের অনেক ব্লক ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, ২০১৮ সালে ১৯৯ কোটি টাকা ব্যয়ে সাড়ে ৫ কিলোমিটার দীর্ঘ এই বাঁধের নির্মাণকাজ শুরু হয়, যা ২০২১ সালে শেষ হয়। কিন্তু নির্মাণের অল্প সময়ের মধ্যেই বাঁধটি একাধিকবার ধসে পড়েছে। মেঘনার ভাঙনে এখন পর্যন্ত জেলার ২৪২ বর্গকিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে এবং প্রায় এক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, প্রতি বর্ষায় পুরাতন এই বাঁধটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এবার অস্বাভাবিক জোয়ার ও তীব্র স্রোতের কারণে বড় ফাটল ও ধস দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, দ্রুত বাঁধ মেরামত করা না হলে রামগতি বাজারসহ আশপাশের এলাকা প্লাবিত হতে পারে।
স্থানীয় এক বাসিন্দা উষা রাণী বলেন, “চারবার আমার বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। এখন ঘরের কাছেই ব্লক পড়ছে। রাতে ভয়ে ঘুমোতে পারি না, কখন আবার পানি ঢুকে যায়।”
লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খান জানিয়েছেন, নতুন ভাঙন-কবলিত স্থানগুলো চিহ্নিত করা হয়েছে এবং জরুরি ভিত্তিতে মেরামতের কাজ শুরু করা হবে। তিনি আরও বলেন, টেকসই সমাধানের জন্য বরাদ্দ চেয়ে পাঠানো হয়েছে।
Comments