Image description

সিরাজগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটুনির ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে এই ঘটনায় মোট তিনজনের মৃত্যু হলো। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বনবাড়িয়ার যমুনার চর থেকে বাবু মিয়া (৩৭) নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। 

বাবু মিয়া সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের মোহনপুর গ্রামের বাসিন্দা। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে চুরি ও ডাকাতির আটটি মামলা রয়েছে।

সিরাজগঞ্জ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে গত রোববার রাতে সদর উপজেলার পাইকপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক এবং টাঙ্গাইলের কালিহাতীর বেরীপটল গ্রামের রাশেদুল ইসলাম নামে আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছিল, যারা গণপিটুনিতে মারা যান।

পুলিশ জানায়, গত রোববার সন্ধ্যায় বগুড়ার সারিয়াকান্দি থেকে কিছু চোর নৌকাযোগে তিনটি চোরাই গরু নিয়ে আসছিল। স্থানীয় রাখালদের ধাওয়া খেয়ে তারা সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সীমান্তবর্তী শুভগাছায় চলে আসে। সেখানে স্থানীয়রা চারজনকে পিটুনি দেয়, এবং বাকিরা নদীতে ঝাঁপ দেয়। পিটুনিতে রাজ্জাক ও রাশেদুল ঘটনাস্থলেই মারা যান, এবং গুরুতর আহত আরও দু'জন বর্তমানে পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি রফিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর বাবু সাঁতার না জানার কারণে ডুবে যান। এই গণপিটুনির ঘটনায় অজ্ঞাত দেড়শ জনের বিরুদ্ধে সোমবার সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা, তা খতিয়ে দেখছে।