
মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এক মা। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে ঝালকাঠির নলছিটি উপজেলার তালতলা বাজার এলাকা থেকে ফরিদা বেগম নামের ওই নারী নিজের ছেলেকে চিহ্নিত করে আটকে সহায়তা করেন। অভিযুক্ত ছেলের নাম সোহাগ জোমাদ্দার (৩২)।
নলছিটি থানা পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় নলছিটি থানা পুলিশের একটি দল তালতলা বাজার এলাকায় অভিযানে গেলে ফরিদা বেগম নিজেও সেখানে উপস্থিত ছিলেন। অভিযুক্ত সোহাগকে দেখে তিনি পুলিশকে শনাক্ত করে দেন। তবে পুলিশ দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সোহাগ। পরে স্থানীয় গ্রামপুলিশের সহায়তায় তাকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায় নলছিটি থানা পুলিশ।
এর আগে ৪ আগস্ট নলছিটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ফরিদা বেগম (৫২)। অভিযোগে তিনি বলেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। কাজকর্ম না করে সে প্রায় সময়ই টাকার জন্য তাকে চাপ দেয়। টাকা না পেলে গালাগাল করে, ঘরে অশান্তি সৃষ্টি করে এবং হুমকি দেয়। একপর্যায়ে সে এক লাখ টাকা দাবি করে এবং তা না পেয়ে ৪ আগস্ট সন্ধ্যায় তার বসতঘরের আসবাবপত্র ভাঙচুর করে ও কাপড়-চোপড় পুড়িয়ে দেয়। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ফরিদা বেগম আরও বলেন, আমার ছেলে দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত। কিছু না কিছু নেশা করে এসে টাকার জন্য চাপ দেয়। না দিলে গালাগালি করে, মারধরের চেষ্টা করে। এমনকি আগুন দিয়ে জিনিসপত্র পুড়িয়ে দেয়। আমি আর পারছিলাম না। বাধ্য হয়ে থানায় অভিযোগ দিয়ে নিজেই পুলিশকে নিয়ে ধরিয়ে দিয়েছি। আমার সন্তানের বিরুদ্ধে তারা আইনগত ব্যবস্থা নিক, আর সে'ও যেনো ভালো হয়ে যায় সেই আশা রাখি।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, অভিযুক্ত সোহাগকে আমরা হেফাজতে নিয়েছি। তার বিরুদ্ধে মাদক সেবন, হুমকি, ভাঙচুরসহ একাধিক অভিযোগ রয়েছে। মা নিজেই উপস্থিত থেকে ছেলেকে ধরিয়ে দিয়েছেন। মায়ের নিরাপত্তা স্বার্থে ছেলে সোহাগের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।
Comments