এনসিপির শীর্ষ নেতারা কক্সবাজারে, পিটার হাসের সঙ্গে বৈঠকের খবর অস্বীকার

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকায় রাষ্ট্রীয় উদযাপন চলাকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষ নেতা কক্সবাজারে অবস্থান করছেন। এই সফরে তাদের সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের খবর ছড়িয়ে পড়লেও এনসিপি নেতারা এটিকে ‘অপপ্রচার’ হিসেবে আখ্যায়িত করেছেন।
জানা গেছে, এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, তার স্ত্রী ও দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এবং মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী কক্সবাজারে রয়েছেন। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা মঙ্গলবার বেলা ১১টা ৩০ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর সূত্রে জানা যায়, তারা গাড়িতে করে বিমানবন্দর ত্যাগ করেন।
দুপুরের দিকে কক্সবাজারের ইনানীতে অবস্থিত ‘সীপার্ল রিসোর্ট এন্ড স্পা’ (হোটেল রয়্যাল টিউলিপ নামে পরিচিত) হোটেলে এনসিপি নেতারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন বলে খবর ছড়ায়। একাধিক টেলিভিশন চ্যানেলে এ বিষয়ে সংবাদ প্রচারিত হলেও হোটেল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
তবে এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ গণমাধ্যমকে বলেন, “এই খবর সম্পূর্ণ ভুয়া। আমরা কক্সবাজারে ঘুরতে এসেছি। পিটার হাস কিংবা অন্য কারো সঙ্গে আমাদের কোনো বৈঠক হয়নি। এমনকি তার সঙ্গে দেখাও হয়নি।”
একইভাবে, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী বলেন, “এটা সম্পূর্ণ গুজব। আমরা হোটেলে চেকইন করার পর এমন একটি খবর দেখতে পাই, যা পুরোপুরি মিথ্যা। আমরা শুধু ঘুরতে এসেছি।”
এদিকে, রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই শহীদদের স্মরণে নানা আয়োজনে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। বিকেল ৫টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। সরকারের আমন্ত্রণে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তবে এনসিপির শীর্ষ নেতারা এই সময়ে কক্সবাজারে থাকায় তাদের অনুষ্ঠানে উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে এনসিপির কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে দলটির নেতারা জোর দিয়ে বলছেন, তাদের কক্সবাজার সফর শুধুই বিনোদনের জন্য, কোনো রাজনৈতিক বৈঠকের জন্য নয়।
Comments