
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক ভিডিও বার্তায় বলেছেন, আজকের এবং আগামী দিনের প্রতিটি ৫ আগস্ট হোক গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা এবং 'মানবিক মানুষ' হয়ে ওঠার অঙ্গীকারের দিন। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার সকালে তিনি এই বার্তা দেন।
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি এবং ভবিষ্যতের আহ্বান: তারেক রহমান বলেন, গত বছর ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকার ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার পর তিনি বিজয়ী জনগণের প্রতি আহ্বান জানিয়েছিলেন যেন কেউ আইন নিজের হাতে তুলে না নেন এবং 'মব ভায়োলেন্স' বা জনরোষকে উৎসাহিত না করেন। তিনি সবাইকে নারীর প্রতি সহিংসতা থেকে দূরে থাকতে এবং অন্যের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হতে বলেন।
তিনি আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, গত দেড় দশকে দেশে গুম, খুন, অপহরণ, এবং নির্যাতনের এক বিভীষিকাময় শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। 'আয়নাঘরের' মতো গোপন বন্দিখানা তৈরি করে মানুষকে আটকে রাখা হয়েছিল এবং অনেককে গায়েব করে দেওয়া হয়েছে। তিনি বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলমের নিখোঁজ হওয়ার কথা তুলে ধরেন।
অর্থনীতি ও গণতন্ত্র পুনরুদ্ধার: তারেক রহমান অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করে ২৮ লাখ কোটি টাকা পাচার করেছে। তিনি বলেন, ১৯৭১ সালে ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, আর ২০২৪ সালে ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ। ১৯৭১ সালের শহীদদের মতো ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদেরও বাংলাদেশ ভুলবে না।
তিনি মনে করেন, একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রথম উদ্যোগ হলো জনগণের সরাসরি ভোটে একটি সরকার প্রতিষ্ঠা করা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই লক্ষ্যে কাজ করছে। তার মতে, জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত হবে না।
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ: তারেক রহমান দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদ কায়েম হবে না। তিনি বলেন, বিভিন্ন দলের মধ্যে ভিন্নমত থাকা স্বাভাবিক, তবে সেই ভিন্নমত যেন ফ্যাসিবাদ বা উগ্রবাদের উত্থানের কারণ না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি বিশ্বাস করেন, প্রতিটি রাজনৈতিক দলের উচিত তাদের কর্মসূচি নিয়ে জনগণের আদালতে যাওয়া এবং জনগণই সিদ্ধান্ত নেবে কাকে গ্রহণ করবে। তিনি বলেন, স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত প্রতিটি স্তরে জনগণ নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করতে পারলেই রাষ্ট্র ও সরকারের ওপর জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত হবে।
Comments