Image description

ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান এবং চিত্রনায়িকা শবনম বুবলীর যুক্তরাষ্ট্রে একান্ত সময় কাটানোর ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তাদের সন্তান শেহজাদ খান বীরের সঙ্গে নিউইয়র্কের রুজভেল্ট আইল্যান্ডে হাসিখুশি মুহূর্তের ছবি প্রকাশ করেছেন বুবলী, যা নেটিজেনদের মাঝে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। এই ছবিতে শাকিব ও বুবলীকে ঘনিষ্ঠভাবে দেখা গেছে, যা তাদের বিচ্ছেদের পর এমন দৃশ্যে নতুন করে জল্পনা তৈরি করেছে।

অন্যদিকে, শাকিবের প্রাক্তন স্ত্রী ও জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এই ঘটনায় নীরব রয়েছেন। গত ৩ আগস্ট, রোববার সন্ধ্যায় ঢাকার বনানীর একটি রেস্তোরাঁয় লেখক সিফাত নুসরাতের বই ‘অগ্নিকন্যা’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপু। সেখানে শাকিব-বুবলীর যুক্তরাষ্ট্রে সময় কাটানোর প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি তার ১৫ জুনের ফেসবুক পোস্টের কথা উল্লেখ করেন। তিনি বলেন, “আমি সেই অসুস্থ প্রতিযোগিতায় নেই। আমি শুধু নিজের কাজ, নিজের ছেলে, নিজের ভক্তদের সময় দিতে চাই।”

অপুর এই পোস্টে তিনি স্পষ্ট করেছিলেন, তিনি আর কোনো ভার্চ্যুয়াল লড়াইয়ে অংশ নিতে চান না। তিনি লিখেছিলেন, “আমার কোনো সাধারণ পারিবারিক পোস্টের পরেই যেন কিছু ‘কাউন্টার প্রচেষ্টা’ শুরু হয়। সম্মান নিজে অর্জন করতে হয়, অন্যকে ছোট করে নয়।” এই পোস্টের পরও ভক্তদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ অপুকে সমর্থন করে বলেছেন, তিনি সঠিক সময়ে বুদ্ধিদীপ্ত পথ বেছে নিয়েছেন। তাবাসসুম আক্তার নামে একজন ভক্ত লিখেছেন, “এই সুযোগে আপনি আপনার বিজনেস প্রচারটা করে নিলেন, এই প্রথম আপনাকে বুদ্ধিমানের মতো কাজ করতে দেখলাম।”

তবে, অপুর নীরবতা সবাই মেনে নেননি। সোনিয়া নামে একজন ভক্ত মন্তব্য করেছেন, “এ রকম বাবা থাকার চাইতে সন্তানের বাবা না থাকাই ভালো। আপনি সম্মান নিয়ে বাঁচুন, এই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন।” জান্নাত নামে আরেকজন লিখেছেন, “বুবলী ছড়াচ্ছে, সে নাকি শাকিবের সঙ্গে আমেরিকা যাচ্ছে। কতটা সত্য, আপনার জায়গা থেকে ক্লিয়ার করেন।”

অপু বিশ্বাস সাক্ষাৎকারে বুবলীকে একজন প্রফেশনাল আর্টিস্ট হিসেবে সম্মান প্রকাশ করেছেন। তিনি বলেন, “ব্যক্তিগত সম্পর্কের বাইরেও আমাদের পেশাগত সম্পর্ক রয়েছে। আমরা সবাই প্রফেশনাল আর্টিস্ট, তাই সে হিসেবে আমি সবাইকেই সম্মান করি।” তিনি আরও জানান, তার জীবনের সবচেয়ে বড় সফলতা হবে তার ছেলে আব্রাম খান জয়কে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা।

এদিকে, শাকিব ও বুবলীর সম্পর্ক নিয়ে জল্পনা থামছে না। ২০২২ সালে তাদের পুত্রসন্তান শেহজাদ খান বীরের কথা প্রকাশ্যে আনার পর থেকে তাদের সম্পর্কের গতিপ্রকৃতি নিয়ে আলোচনা চলছে। যদিও শাকিব এক সাক্ষাৎকারে বলেছেন, অপু ও বুবলী উভয়েই তার জীবনে অতীত, তবে তিনি তার দুই সন্তানের দায়িত্ব পালন করে যাচ্ছেন।

অপু বিশ্বাসের সাম্প্রতিক কার্যক্রমে দেখা যায়, তিনি নিজের ব্যবসা ও ক্যারিয়ারে মনোযোগী। সোমবার তিনি তার ফেসবুকে ‘সিগনেচার বাই এবি জেন্ট সেলুন’-এর একটি প্রচারণামূলক লিংক শেয়ার করেছেন, যা তার ব্যবসায়িক উদ্যোগের অংশ বলে ধারণা করা হচ্ছে। এই পোস্টে তিনি শাকিব-বুবলীর প্রসঙ্গ এড়িয়ে গেছেন, যা ভক্তদের একাংশের প্রশংসা কুড়িয়েছে।

ঢালিউডের এই ত্রয়ীকে ঘিরে ভক্তদের আগ্রহের শেষ নেই। তবে অপুর নীরবতা ও নিজের পথে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা একটি নতুন বার্তা দিচ্ছে—তিনি আর অতীতের বিতর্কে জড়াতে চান না, বরং নিজের কাজ ও সন্তানকে নিয়ে এগিয়ে যেতে চান।