
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এর ফলে রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬টি গেট (জলকপাট) গতকাল সোমবার রাত ১২টা ২ মিনিটে খুলে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হচ্ছে।
কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ১৬টি গেটে ৬ ইঞ্চি করে পানি ছেড়ে দেওয়া হয়েছে।
কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, হ্রদে পানির চাপ দ্রুত বেড়ে যাওয়ায় আজ মঙ্গলবার সকাল ৯টায় গেট খুলে দেওয়ার কথা থাকলেও, রাতেই তা খুলে দেওয়া হয়। পানি ছাড়ার আগে কাপ্তাই হ্রদে পানির উচ্চতা ছিল ১০৮ দশমিক ৫ ফুট। উল্লেখ্য, ১০৮ ফুট উচ্চতাকে কাপ্তাই হ্রদের পানির বিপৎসীমা হিসেবে নির্ধারণ করা হয়। হ্রদের পানির ধারণক্ষমতা ১০৯ ফুট পর্যন্ত।
এদিকে, কর্ণফুলী জলবিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের ৫টি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন সচল রয়েছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, এর মাধ্যমে আরও ৩২ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে।
Comments