Image description

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করার পাশাপাশি এর ভালো দিকগুলোও তুলে ধরার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (৪ আগস্ট) ২০২৫-২৬ অর্থবছরের বাজেট সম্পর্কিত একটি সেমিনারে তিনি বলেন, "যাদের চোখে সরকারের কোনো উন্নয়ন বা সংস্কার ধরা পড়ে না, তারা আসলে অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন না। শুধু ভুল আর নেতিবাচক বিষয়গুলো না দেখে ভালো দিকগুলোও দেখতে হবে।"

ড. সালেহউদ্দিন আহমেদ জানান, সমালোচনায় তার আপত্তি নেই, কারণ এর মাধ্যমে ভুল সংশোধন করা সম্ভব। তবে তিনি অর্থনীতিবিদদের প্রতি আহ্বান জানান যেন তারা কেবল ভুলগুলোই তুলে না ধরে, বরং সরকারের ভালো কাজগুলোর প্রতিও নজর দেন।

এই সেমিনারে তিনি ২০২৫-২৬ কর বছরের জন্য ই-রিটার্ন কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি বলেন, ডিজিটাল পদ্ধতির মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে।