
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪ স্মরণে ক্রীড়া উৎসবের অংশ হিসেবে নীলফামারীতে প্রীতি রাগবি ম্যাচ ও প্রীতি নারী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে (৩আগস্ট) নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পরিষদের উদ্যোগে এই দুই ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি থেকে বেলুন উড়িয়ে রাগবি ও ফুটবল ম্যাচের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা জজ আদালতের সরকারী কৌশুলি এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম ও ওয়ারিয়র্স অফ জুলাই’র সদস্য সচিব মোস্তফা মোহাম্মদ শ্রেষ্ঠ বক্তব্য দেন।
রাগবিতে ৭-৫ পয়েন্টে নীলফামারীকে হারিয়ে ঠাকুরগাঁও এবং নারী ফুটবলে টাইব্রেকারে ঠাকুরগাঁওকে হারিয়ে নীলফামারী বিজয়ী হয়।
খেলা শেষে অংশগ্রহণকারী দলগুলোর হাতে ট্রপি ও সম্মাননা তুলে দেয়া হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় জানান, ‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হচ্ছে। ২আগস্ট নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এই উৎসব শুরু হয়।
উদ্বোধনী দিনে দাঁড়িয়াবান্ধা, বউচি ও কাবাডি অনুষ্ঠিত হয়। ৪ আগস্ট মঙ্গলবার প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। জুলাই যোদ্ধা একাদশ বনাম নীলফামারী পৌর একাদশ এই ম্যাচে অংশ নেবে।
Comments