Image description

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্যের বাসা থেকে চাঁদা আদায়ের অভিযোগে গ্রেপ্তার জানে আলম অপুর বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশ। তারা জানিয়েছে, যে দিন সাবেক এমপি শাম্মী আহমেদের বাসা থেকে ১০ লাখ টাকা চাঁদা নেওয়া হয়, ঠিক সেই দিনই একটি নতুন মোটরসাইকেল কেনেন অপু।

পুলিশের ধারণা, চাঁদাবাজির টাকা দিয়েই এই বাইক কেনা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

গুলশান থানায় দায়ের করা মামলা থেকে জানা যায়, গত ১৭ জুলাই অপু ও রিয়াদ সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং সেদিনই ১০ লাখ টাকা নিয়ে আসেন। এরপর ২৬ জুলাই তারা আরও লোকজন নিয়ে বাকি টাকার জন্য চাপ দিলে পুলিশ তাদের হাতেনাতে ধরে। তখন অপু পালিয়ে গেলেও পরে তাকে গোপীবাগ থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর অপুকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে পায় পুলিশ। রিমান্ডের সময়েই তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের বাসা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। 

পুলিশের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “মোটরসাইকেলটি ১৭ জুলাই নতুন কেনা হয়েছে। সেটি কেনার অর্থের উৎস আমরা খতিয়ে দেখছি।”

এই ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ইব্রাহিম হোসেন মুন্না, সাকাদাউন সিয়াম ও সাদাবকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। একই সঙ্গে সংগঠনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সব কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।