Image description

খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর নন্দনপ্রতাপ গ্রামে গৃহবধূর বর্তমান স্বামী আলামিন শিকদারকে (৩৩) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর সাবেক স্বামী মো. আসাদুলের বিরুদ্ধে। 

শনিবার (২ আগস্ট ২০২৫) ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। নিহত আলামিন ওই গ্রামের কাওসার শিকদারের ছেলে এবং সাবেক চেয়ারম্যান জাকির গাজীর ভাড়াটিয়া ছিলেন।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঝিনাইদহ থেকে এসে আসাদুল ধারালো অস্ত্র দিয়ে আলামিনকে কুপিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহবধূকে বিয়ে করার ক্ষোভ থেকে এই হত্যাকাণ্ড ঘটেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মো. সাইফুল ইসলাম ও ওসি শাহীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা হাসপাতালে পাঠানো হয়েছে।