Image description

মাদারীপুরে কুমার নদ থেকে রাতের আধারে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের ধাওয়া দেন স্থানীয়রা। এতে মুহুর্তেই ট্রলার নিয়ে পালিয়ে যায় অসাধুরা। পরে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন পুড়িয়ে দেয় এলাকাবাসী। 

শুক্রবার গভীর রাতে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী ইউনিয়নের রায়েরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, দীর্ঘদিন ধরে কুমার নদে একাধিক ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি চক্র। এতে ভাঙ্গছে নদের পাড়। হুমকিতে ঘরবাড়িসহ বহু স্থাপনা। একইভাবে শুক্রবার রাতেও অবৈধ ড্রেজার মেশিন নিয়ে বালু উত্তোলনে আসে অসাধুরা। পরে স্থানীয়রা বালু উত্তোলনকারীদের ধাওয়া দিলে দ্রুত ট্রলার নিয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়ে। পরে একটি ড্রেজার মেশিন জব্দ করে এতে আগুন ধরিয়ে দেন এলাকাবাসী।

মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে যায়। পুলিশ পৌঁছানোর আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বালু উত্তোলনকারীরা। যারা এই বালু উত্তোলনের কাজে জড়িত তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনের আওতায় আনা হচ্ছে। এছাড়া এমন কর্মকান্ডের খবর পেলে পুলিশও আইনগত ব্যবস্থা নিচ্ছে।