Image description

খুলনার পাইকগাছা উপজেলা সদরের ব্যস্ত সড়কে মঙ্গলবার দুপুরে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। সড়কের পাশে একটি মোটরসাইকেল শোরুমের সামনের সিঁড়িতে প্রসব বেদনায় কাতরাচ্ছেন এক মানসিক ভারসাম্যহীন তরুণী। নারীর করুণ চিৎকারে আশপাশের মানুষ ছুটে আসেন। তারা দেখতে পান, কিছুক্ষণের মধ্যেই তিনি একটি ফুটফুটে কন্যাশিশুর জন্ম দেন।

কোনো ধাত্রী বা চিকিৎসক নয়, একা একাই রাস্তায় সন্তান জন্ম দিয়েছেন ওই নারী। মায়ের পরিচয় কেউ জানেন না, কোথা থেকে এসেছেন, সেটাও অজানা।

ওই নারীর চিৎকার শুনে প্রথম এগিয়ে আসেন লাবণ্য নামের এক স্থানীয় নারী। এরপর গ্রাম্য চিকিৎসক আবদুল হালিমসহ কয়েকজন পথচারী মিলে নবজাতক ও প্রসূতিকে নিয়ে যান পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছে। নবজাতকটির ওজন ২ দশমিক ৬ কেজি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাকিলা আফরোজ জানান, প্রসূতি ও নবজাতকের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে মা মানসিকভাবে অস্থির হওয়ায় নবজাতককে চেপে ধরার চেষ্টা করছিলেন। তাই শিশুর নিরাপত্তার কথা বিবেচনায় রেখে তাদের আলাদা করে রাখা হয়েছে। চিকিৎসা ও সেবার কাজে নিয়োজিত রয়েছেন দুজন নার্স।

খবর পেয়ে হাসপাতালে ছুটে যান উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস। তিনি বলেন, ‘ইউএনও স্যারের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।’

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন বলেন, ‘প্রথমে আমরা মেয়েটির পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছি। সেটা সম্ভব না হলে সরকারি ব্যবস্থায় শিশুটির দায়িত্ব গ্রহণে সমাজসেবা অফিসকে নির্দেশনা দেওয়া হয়েছে।’