Image description

গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ মন্তব্য করেছেন যে, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের বিষয়টি জুলাই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করতে হবে। তিনি মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে এই মন্তব্য করেন।

পোস্টে আবু হানিফ লেখেন, ‘২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে সরকারি চাকরির ১ম ও ২য় শ্রেণিতে কোটা প্রথা বিলুপ্ত হয়, কিন্তু ২০২৪ সালের ৫ জুন হাইকোর্টের রায়ের মাধ্যমে আবারও ৩০% কোটা ফিরিয়ে আনার পটভূমিকায় ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলন শুরু হয়। আন্দোলনে একটা পর্যায়ে শাসকগোষ্ঠী গুলি করে মানুষ হত্যা শুরু করলে কোটা সংস্কার আন্দোলন রাষ্ট্র সংস্কার আন্দোলনে পরিণত হয়।

এই আন্দোলনে বিপুল ছাত্র- শ্রমিক- জনতার অংশগ্রহণের ফলে এক অভূতপূর্ব সফল গণ-অভ্যুত্থান সংগঠিত হয়।’
তিনি বলেন, ‘জুলাই ঘোষণাপত্রে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের বিষয়টি অন্তর্ভুক্ত অবশ্যই করতে হবে। এটি যদি না করা হয় তাহলে জুলাই আন্দোলনের ইতিহাস অপূর্ণ থেকে যাবে, কেননা ২০১৮ সালের সেই আন্দোলনের পরিপত্র বাতিলকে কেন্দ্র করেই ২৪ এর আন্দোলনের শুরু।’