
নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের শান্তিপুর ও রামনগর গ্রাম প্লাবিত হয়েছে। আতাই নদের দুর্বল বাঁধ ভেদ করে পানি ঢুকে শত শত পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। তলিয়ে গেছে ফসলি জমি, মাছের ঘের ও গ্রামীণ সড়ক। স্থানীয়রা টেকসই বাঁধ সংস্কারের দাবি জানিয়েছেন।
জানা গেছে, আতাই নদের পানি স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বেড়ে যাওয়ায় সোমবার (২৮ জুলাই) দুপুর থেকে পানি উন্নয়ন বোর্ডের বাঁধের প্রায় ২০০ মিটার দুর্বল অংশ দিয়ে পানি প্রবেশ করে। ফলে শান্তিপুর ও রামনগর গ্রামের বাড়িঘর, মাছের ঘের ও ফসলি জমি প্লাবিত হয়।
শান্তিপুরের স্থানীয় বাসিন্দা মিলন বিশ্বাস বলেন, জোয়ারের পানি বাঁধ ভেদ করে ঢুকছে। ফসল, ঘের ও সড়ক তলিয়ে গেছে। টেকসই বাঁধ না হলে এ দুর্ভোগ কমবে না।
একই গ্রামের ফুল বাবু বলেন, প্রতি বর্ষায় এমন ক্ষতি হয়। বাঁধ সংস্কার জরুরি।
সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম জানান, পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে বাঁধ সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল বলেন, পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা হয়েছে। তারা প্রাথমিক সংস্কার শুরু করবে এবং বর্ষার পর টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছে।
স্থানীয়রা দ্রুত বাঁধ সংস্কার ও টেকসই সমাধানের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন জলাবদ্ধতা এড়ানো যায়। প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের সহায়তা ও বাঁধ সংস্কারে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
Comments