Image description

সিলেটের ওসমানীনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে সরকারি কর্মকর্তাদের হুমকি ও সরকারি কাজে বাধা সৃষ্টির অভিযোগে মো. মাহবুবুর রহমান নামে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৮ জুলাই) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়।

কারাদণ্ডপ্রাপ্ত মো. মাহবুবুর রহমান ওসমানীনগরের সাদীপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাহবুবুর নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওসমানীনগর শাখার আহ্বায়ক পরিচয় দিয়ে জমির নামজারির কাজে অনিয়মের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অন্যান্য কর্মকর্তাদের হুমকি দিচ্ছিলেন। তিনি কাজ না করলে ছাত্রদের নিয়ে ভূমি অফিস ঘেরাও ও ভাঙচুরের হুমকিও দেন।

সোমবার ভূমি অফিসে উপস্থিত হয়ে তিনি পুনরায় কর্মকর্তাদের হুমকি দিলে ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি করা হয়। আদালতের বিচারকের কাছে তিনি দোষ স্বীকার করে জবানবন্দি দেন এবং জানান, ডা. আব্দুল লতিফ ও আমান আহমদ তাকে এই কাজে প্ররোচনা দিয়েছেন। এরপর আদালত তাকে দুই মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করে কারাগারে পাঠান।

বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন বলেন, “মাহবুবুর রহমান নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে এসিল্যান্ডসহ অন্যান্য কর্মকর্তাদের হুমকি দিচ্ছিল। সোমবার অফিসে এসে পুনরায় হুমকি দেওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং কারাগারে পাঠানো হয়েছে।”