Image description

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদাবাজির টাকা না পেয়ে শামসুদ্দোহা নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধের ওপর নৃশংস হামলা চালিয়েছে স্থানীয় যুবদল নেতা শফিক ও তার সহযোগীরা। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি চালিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়। গুরুতর আহত শামসুদ্দোহা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

আহত শামসুদ্দোহা কর্নগোপ এলাকার পিয়ার আলী ছেলে। 

আহতের স্বজনদের বরাতে জানান, তারাবো পৌরসভার কর্নগোপ এলাকার বাসিন্দা শামসুদ্দোহা ও তার ভাতিজা রিপনের সঙ্গে ফাইজুলের ছেলে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও বর্তমান যুবদল নেতা শফিকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও চলমান। সম্প্রতি শফিক শামসুদ্দোহার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না পেয়ে সোমবার (২৮ জুলাই) রাতে কর্নগোপ বাজার থেকে বাড়ি ফেরার পথে শফিক ও তার সহযোগীরা শামসুদ্দোহাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং গুলি চালিয়ে গুরুতর জখম করে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করেছে, তবে শামসুদ্দোহার শরীরে গুলি লেগেছে কি না তা এখনো যাচাই করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শফিক জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমানে যুবদল নেতা। চাঁদাবাজি ও বিরোধের জেরে এ হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত বিচার ও নিরাপত্তার দাবি জানিয়েছেন।

এবিষয়ে অভিযুক্ত শফিকের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি গুলির বিষয়টি অস্বীকার করেন। তবে তার লোকজন মারধোর করেছে বলে স্বীকার করেছেন।

রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান।