পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে জলাবদ্ধতা, দুর্ভোগে শতাধিক পরিবার

ফরিদপুরের সদরপুর উপজেলায় পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে রয়েছে প্রায় শতাধিক পরিবার। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মালো পড়া গ্রামে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সমস্যা রয়েছে। সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগের অভাবে সামান্য বৃষ্টিতেই ডুবে যায় পুরো এলাকা।
স্থানীয়দের অভিযোগ, শতাধিক পরিবার বছরের একটি বড় অংশ পানিবন্দি অবস্থায় জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। সঠিকভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জমে থাকা পানি ধীরে ধীরে পচে দুর্গন্ধ ছড়ায় এবং এলাকার পরিবেশ নষ্ট হয়ে যায়। এতে করে এলাকাটি অনেকটাই ভাগাড়ে পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
বাসিন্দারা জানান, দিনের পর দিন এভাবে বসবাস করায় অনেকেই পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। ডায়রিয়া, চর্মরোগ, পেটের পীড়া ইত্যাদি রোগে আক্রান্ত হওয়ার হার দিন দিন বেড়েই চলেছে।
মালো পাড়ার এক বাসিন্দা বলেন, বর্ষা এলেই আতঙ্কে থাকি। সামান্য বৃষ্টিতেই ঘরের ভেতরে পানি উঠে যায়। রান্নাবান্না, চলাফেরা, সব কিছুই অসম্ভব হয়ে পড়ে। আমরা বারবার স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো প্রতিকার পাইনি।
স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করলে তারা বলেন, এ সমস্যা দীর্ঘদিনের। এলাকা নিচু হওয়ায় পানি স্বাভাবিকভাবে নিষ্কাশিত হয় না।
এলাকাবাসীর দাবি, দ্রুত ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে এ সমস্যা আরও ভয়াবহ আকার ধারণ করবে এবং জনস্বাস্থ্য হুমকির মুখে পড়বে।
এ বিষয়ে কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) পারভীন বেগম বলেন, স্থায়ী সমাধানের জন্য আমরা সংশ্লিষ্টদের সাথে কথা বলে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করব।
দুর্ভোগ নিরসনে আমরা দ্রুত ব্যবস্থা নেব। পানি নিষ্কাশনের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে, জানান ইউএনও জাকিয়া সুলতানা।
Comments