Image description

লালমনিরহাটে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষর ঘটনা ঘটেছে। এতে ২টি বগি উল্টে গেছে। সোমবার দুপুর দুইটার দিকে লালমনিরহাট বিভাগীয় রেল স্টেশনের উত্তর পাশে বিডিআর গেট এলাকায় এ ঘটনা ঘটে। আহতের সংখ্যা এখনো জানা যায়নি। 

একটি সূত্র জানায়, বুড়িমারী স্থল বন্দর থেকে একটি লোকাল ট্রেন লালমনিরহাট রেল স্টেশনে ঢুকছিলো। একই সময় ঢাকাগামী লালমনিএক্সপ্রেস ট্রেনটি পরিষ্কারের জন্য ওয়াসফিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল ভুলের কারণে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনিয়ারের ব্যাপক ক্ষতি হয় ও ২টি বগি উল্টে যায়। বেশ কয়েকজন আহত হয়েছে ওই সময়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী ছুটে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন। 

এ নিয়ে এখন পর্যন্ত রেলওয়ে কৃতপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।