Image description

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে জুলাই বিপ্লবের চেতনা থেকে সরে এসে ভোগ বিলাসে ব্যস্ত থাকার অভিযোগ তুলেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এবং ছাত্র উপদেষ্টারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন এবং তাদের মধ্যে দুর্নীতিও দেখা যাচ্ছে।

শনিবার (২ আগস্ট) বিকেলে রংপুর নগরীর মুন্সিপাড়া কবরস্থানে জুলাই আন্দোলনে শহীদ দুই শিক্ষার্থীর কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, "খুনি শেখ হাসিনা আমাদের দুই হাজার ভাই-বোনকে শহীদ করেছে এবং ৪০ হাজারকে পঙ্গু করেছে। গত ১৬ বছরে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, প্রত্যেকটির বিচার আমরা আশা করি। কিন্তু এক বছরেও কোনো রায় দেখতে না পাওয়ায় আমরা হতাশ।"

তিনি আরও অভিযোগ করেন, জুলাই আন্দোলনের সার্বজনীনতা নষ্ট করতে একটি নির্দিষ্ট গ্রুপ এটিকে নিজেদের মধ্যে কুক্ষিগত করার চেষ্টা করছে। এ ধরনের বিভাজনমূলক আচরণ পুরো জাতিকে হতাশ করছে বলে তিনি মন্তব্য করেন।

ছাত্রশিবিরের এই নেতা বলেন, এক বছরেও পুলিশ সংস্কার হয়নি এবং জুলাই সনদ ও ঘোষণাপত্র নিয়ে দীর্ঘ আলোচনার পরেও একটি পক্ষ এটিকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "শহীদদের আকাঙ্ক্ষা এবং আন্দোলনের ৯ দফা ও পরবর্তী সমন্বয়ের বিষয়গুলো যদি জুলাই সনদ ও ঘোষণাপত্রে না থাকে, তবে তা আমরা মেনে নেব না।" তিনি সকল অংশীজনের মতামত নিয়ে সনদ তৈরির দাবি জানান।

সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লবে কেউ রাজনৈতিক পরিচয়ে আন্দোলন করেনি। শহীদরা সকলের সম্পদ এবং তাদের দলীয় পরিচয়ে পরিচয় করানো হলে তা শহীদদের প্রতি অসম্মান করা হবে। তিনি আরও বলেন, ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।