Image description

শ্রীমঙ্গলের ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ব্যর্থতার জন্য জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক প্রীতম দাশের অদক্ষতা ও সাংগঠনিক ত্রুটিকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ছাত্র নেতারা। রোববার রাতে শ্রীমঙ্গল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তারা ঘোষণা দেন, ভবিষ্যতে প্রীতম দাশের মাধ্যমে কেন্দ্র থেকে কোনো নির্দেশনা এলে তা মানবেন না। 

সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির সাবেক নেতা শেখ আহমেদ নাইম শামিম লিখিত বক্তব্যে বলেন, ২৬ জুলাই মৌলভীবাজারে পদযাত্রার সফল আয়োজনের পর শ্রীমঙ্গলে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের জনসভা ও চা-শ্রমিক, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে অভ্যর্থনার কর্মসূচি নির্ধারিত ছিল। এজন্য লিফলেট বিতরণ, মাইকিং ও জনসংযোগের প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু নেতৃবৃন্দ শ্রীমঙ্গলে পদযাত্রার পরিবর্তে একটি রেস্টুরেন্ট ও মহসিন অডিটোরিয়ামে বৈঠক করেন, যেখানে স্থানীয় সংগঠকদের প্রবেশাধিকার দেওয়া হয়নি। এ সময় চৌমুহনায় হাজারো মানুষ নেতৃবৃন্দের অপেক্ষায় থাকলেও তারা সরাসরি কিশোরগঞ্জের উদ্দেশে চলে যান, যা হতাশা সৃষ্টি করে।

প্রীতম দাশের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পদযাত্রা না হওয়ার কথা জানান এবং সংগঠকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। ক্ষুব্ধ সংগঠকদের স্লোগানের পর এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ চৌমুহনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং শান্তিপূর্ণভাবে বিদায় নেন। সংবাদ সম্মেলনে ইমরান আহমেদ, ঈশিতা ঈশা, ইরিন জামান ইপতি, আল আমিন, দেলোয়ার হোসেন, তারিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে মুঠোফোনে প্রীতম দাশের সাথে ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।