
জেলা সিএনজি মালিক সমিতির ডাকে ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়াগামী বাস চলাচল বন্ধ থাকায় নবীনগরে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। গতকাল সোমবার দুপুর ১২টার পর থেকে দিগন্ত পরিবহনের কোনো বাস ব্রাহ্মণবাড়িয়া ছেড়ে যায়নি, ফলে ঢাকা ও আশপাশের গন্তব্যে যাওয়া যাত্রীরা বিপাকে পড়েন।
সিএনজি চালকদের বাধার মুখে শিবপুরের সাহাপাড় এলাকায় একটি বাসে ভাঙচুর ও চাকার হাওয়া ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে দিগন্ত পরিবহন কর্তৃপক্ষ বাস চলাচল বন্ধ রাখে।
এ বিষয়ে দিগন্ত পরিবহনের সুপারভাইজার মিজান বলেন, “যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা আপাতত বাস চলাচল বন্ধ রেখেছি।”
ঢাকাগামী যাত্রী মহিবুর জানান, “দুই ঘণ্টা ধরে বাস স্ট্যান্ডে বসে আছি, একটা বাসও ছাড়েনি। অফিসে পৌঁছাতে পারব কি না তা নিয়েই শঙ্কায় আছি।”
গাড়ির পরিচালক বাবুল মিয়া বলেন, “আমরা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। নির্দেশনা পেলেই আবার বাস চালু করব।”
নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম বলেন, “যান চলাচলে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
হঠাৎ এ ধর্মঘটে সাধারণ মানুষ, বিশেষ করে চাকরিজীবী ও শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন বলে জানা গেছে।
Comments