Image description

জাপানি জনপ্রিয় অভিনেত্রী নাগিকো তোনো আর নেই। গত ৩ জুলাই টোকিওর নিজ অ্যাপার্টমেন্টে অভিনেত্রীর পচাগলা মরদের উদ্বার করা হয়। বৃহস্পতিবার অভিনেত্রীর পরিবার তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। 

জাপানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রীর এক ঘনিষ্টজন দীর্ঘদিন যোগাযোগ করার চেষ্টা করেও তাঁর খোঁজ পাচ্ছিলেন না। তারপর ওই ব্যক্তি অভিনেত্রীর বাসায় খোঁজ নিতে গেলে অর্ধগলিত মরদেহ দেখতে পান। 

গত ৪ জুলাই গণমাধ্যমকে পুলিশের একটি সূত্র জানায়, অভিনেত্রীর দেহটি এতটাই পচে গিয়েছিল যে তাঁকে শনাক্ত করা সম্ভব হচ্ছিল না। তাই ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মৃত্যর কারণ জানতে কিছুদিন সময় লাগবে। 

পুলিশের বরাত দিয়ে অভিনেত্রীর পরিবার জানিয়েছে, ‘পুলিশ নিশ্চিত করেছে এটি একটি দুর্ঘটনা ছিল, আত্মহত্যা নয়।’ 

গতকাল তোনোর প্রিয় বিড়াল সম্পর্কে অভিনেত্রীর অফিসিয়াল ব্লগে একটি আপডেট দেওয়া হয়েছে। বিবৃতিতে লেখা হয়েছে, তোনোর মৃত্যুর পর অনেকেই শোক জানিয়েছেন। যাঁরা জানতে চেয়েছেন, তাঁদের জানাতে চাই যে অভিনেত্রীর আদরের বিড়ালটি নিরাপদে উদ্ধার করা হয়েছে। বর্তমানে নিরাপদ পরিবেশে ভালোভাবে রয়েছে।

পরিবার আরও জানিয়েছে, ‘তোনোকে এতদিন ভালোবাসা ও সমর্থন দেওয়ার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’