Image description

চট্টগ্রাম জেলার চান্দগাঁও এলাকায় র‍্যাবের অভিযানে ৩৯ কেজি গাঁজা ও নগদ অর্থসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দগাঁওতে মাদক ব্যবসায়ীরা মাদক নিয়ে উপস্থিতি আছে এমন তথ্য জানার পর পর র‍্যাবের অভিযানে তাদেরকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পূর্ব ডিমাতলী গ্রামের আব্দুল মজিদের পুত্র চিওড়া ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাফর আহমেদ (৪৫), চট্টগ্রামের পটিয়া থানার উত্তর সমুরা গ্রামের দুঃখহরণ সর্দারের ছেলে সাগর সর্দার (৩৮), বোয়ালখালি থানার কানুনগো পাড়ার কাজল সর্দারের ছেলে রুবেল সর্দার (৩৪), পটিয়া থানার নলন্দা গ্রামের শাহাদাত হোসেন রিপন (৩৬)। 

র‍্যাব-৭, সিপিসি-১ এর স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান মানবকন্ঠের প্রতিনিধিকে জানান- আটককৃত মাদক ব্যবসায়ীরা চট্টগ্রাম ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ মাদক ব্যবসার কার্যক্রম পরিচালনা করে আসছে। র‍্যাব-৭ এর হাটহাজারী, ফেনী ও চান্দগাঁও ক্যাম্পের যৌথ অভিযানে অপরাধীদের ৩৯ কেজি মাদক ও নগদ অর্থসহ আটক করা হয়। 

আটকৃত ব্যক্তিদের বিরুদ্ধে চট্টগ্রাম চান্দগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। 

এদিকে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহ্বায়ক (১৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গাঁজাসহ আটককৃত জাফর আহমেদকে দল থেকে বহিস্কার করেন।