Image description

মিয়ানমারের একটি সামরিক ঘাঁটিতে জাতিগত যোদ্ধাদের হামলার পর শনিবার ৫৫০ জনেরও বেশি বেসামরিক লোক ও সেনা সংঘাত থেকে পালিয়ে থাইল্যান্ডে প্রবেশ করেছে বলে জানিয়েছে থাই সেনাবাহিনী। 

থাই সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার বিকেলে কাইন রাজ্যের একটি সামরিক ঘাঁটিতে কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি (কেএনএলএ) হামলা চালায়। মিয়ানমারের সেনারা প্রতিরোধের চেষ্টা করলেও শেষ পর্যন্ত তারা অবস্থান ধরে রাখতে পারেনি।

থাই কর্মকর্তারা জানিয়েছেন, মিয়ানমারের ১০০ জন সেনা ও ৪৬৭ জন বেসামরিক নাগরিক শনিবার থাইল্যান্ডে প্রবেশ করেছে। থাই সামরিক বাহিনী ও পুলিশ তাদের নিরস্ত্র করে চিকিৎসা ও মানবিক সহায়তা দিয়েছে। থাই বাহিনী পশ্চিমাঞ্চলীয় তাক প্রদেশের সীমান্তে টহলও জোরদার করেছে।

কেএনএলএ'র রাজনৈতিক শাখার নেতা স থামাইন তুন নিশ্চিত করেছেন যে, সীমান্তের কাছে লড়াই হয়েছে এবং যৌথ বাহিনী সেনাবাহিনীর কয়েকটি চৌকি দখল করেছে।

তিনি আরও জানান, কিছু মিয়ানমার সেনা তাদের যৌথ বাহিনীতে যোগ দিয়েছে, তবে কিছু সেনা থাইল্যান্ডে পালিয়ে গেছে।

জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, মিয়ানমারে গৃহযুদ্ধের ফলে বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং ৮১ হাজার শরণার্থী বর্তমানে থাইল্যান্ডে বসবাস করছে।

উল্লেখ্য ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে, যেখানে জান্তা সরকার জাতিগত সশস্ত্র গোষ্ঠী ও গণতন্ত্রপন্থী প্রতিরোধ বাহিনীর একটি জোটের সঙ্গে লড়ছে।