Image description

সাভারের আশুলিয়ায় একটি দোতলা ভবনে গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে এক স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। শনিবার (১২ জুলাই) ভোর ৫টার দিকে গুরুতর দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন, মিজানুর রহমান (২৮) এবং তার স্ত্রী সাবিনা বেগম (২৫)। দুজনই স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

দগ্ধ সাবিনা বেগমের বড় ভাই সোহেল রানা জানান, ভোরের দিকে রান্নাঘরে রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে এই দুর্ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে ঘরে জমে থাকা গ্যাসেই আগুন ধরে যায়, এতে তারা দুজনই দগ্ধ হন। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, মিজানুর রহমানের শরীরের ২০ শতাংশ এবং সাবিনা বেগমের শরীরের ১৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের শ্বাসনালী পুড়ে যাওয়ায় দুজনের অবস্থাই আশঙ্কাজনক।