
কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি এলাকায় সড়কের পাশে ঝোপঝাড় থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ।
শনিবার(১২ জুলাই) স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিতাস থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গলাকাটা লাশটি উদ্ধার করে। নিহত যুবকের পরনে ছিল জিন্স প্যান্ট এবং গাঁয়ে ছিল কালো রঙের গেঞ্জি। ঘটনাস্থলেই রক্তমাখা একটি ছুরি পড়ে থাকতে দেখা গেছে।
তিতাস থানার অফিসার ইনচার্জ(ওসি) শহিদ উল্লাহ মিয়াজী মানবকন্ঠকে মুঠোফোনে বলেন, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা অন্য এলাকায় যুবককে হত্যা করে তিতাসে এসে সড়কের পাশে লাশটি ফেলে রেখে গেছ। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Comments