ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে জামালগঞ্জে বিক্ষোভ মিছিল

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে প্রকাশ্যে মোহাম্মদ সোহাগ নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে ও পাথর দিয়ে থেঁতলে নৃশংসভাবে হত্যা করার ঘটনায় দেশজুড়ে শুরু হয়েছে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ। এ ঘটনার রেশ পড়েছে দেশের প্রত্যন্ত অঞ্চলেও। তারই ধারাবাহিকতায় শনিবার (১২ জুলাই) সকালে জামালগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জামালগঞ্জের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে প্রতিবাদ মিছিলটি জামালগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইকবাল মার্কেটের সামনে এসে পথসভায় মিলিত হয়।
পথ সভায় বক্তব্য রাখেন, আরিফুল ইসলাম সরকার, হাসান আল মাসুম, তোফায়েল ইসলাম, সাদনান স্নিগ্ধ, ছাদিকুর রহমান স্বাধীন, শাহিন মিয়া, তানভীর, কাব্বির, মিলন প্রমূখ।
বক্তারা বলেন, রাজধানীর মতো জায়গায় প্রকাশ্যে একজন সাধারণ ব্যবসায়ীকে এভাবে নৃশংসভাবে হত্যা প্রমাণ করে, দেশে আইনের শাসন প্রশ্নবিদ্ধ হত্যাকারীদের দলীয় পরিচয়ের আড়ালে লুকানোর চেষ্টা যেন না হয়, এটাই দেশের মানুষের দাবি। এদেশে আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, আর কোনো সন্তান যেন এমন নির্মমতার শিকার না হয়, সেই জন্যই আমাদের এই প্রতিবাদ।
অবিলম্বে সকল ঘাতককে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন জামালগঞ্জের ছাত্রসমাজ।
Comments