Image description

রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল কম্পাউন্ডে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। এই হত্যাকাণ্ডের বীভৎসতা ছুঁয়ে গেছে দেশের বিনোদন অঙ্গনকেও। জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে হত্যাকারীদের প্রতি অভিশাপ বর্ষণ করেছেন।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে খায়রুল বাসার লিখেছেন, "আল্লাহর গজব পড়ুক তাদের উপর, যারা মানুষ হতে পারলো না। যারা জীব জন্তুর বৈশিষ্ট্যকেও হার মানিয়েছে। আল্লাহ এ দেশকে হেফাজত করুন কিছু ভালো মানুষের উসিলায়।"

তিনি আরও লেখেন, "এদেশের মানুষ যেন অন্যের ও নিজের শান্তি নিয়ে ঘুমাতে পারে। যেখানেই অন্যায় প্লিজ আপনারা কথা বলুন, প্লিজ মানুষ হিসেবে মানুষের পাশে থাকুন, সাহসী হোন, সাহস দেখান, মানবতা দেখান, আইনের দ্বারস্থ হোন। বারবার ব্যর্থ হলেও আইনের উপর ভরসা রাখুন। পরিবর্তন আসবেই।"

খায়রুল বাসারের এই কঠোর মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। তার মতো অনেক সাধারণ মানুষ ও তারকারাও এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নির্মাতা আশফাক নিপুণ এবং অভিনেত্রী আজমেরী হক বাঁধন সহ বিনোদন জগতের আরও অনেক পরিচিত মুখও এই পাশবিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।

প্রসঙ্গত, গত বুধবার (৯ জুলাই) বিকেলে একদল লোক লাল চাঁদ (সোহাগ) নামে এক ব্যক্তিকে এলোপাতাড়ি আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। প্রাথমিকভাবে অভিযোগ ওঠে, চাঁদাবাজির জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে এবং এর পেছনে বিএনপির যুব সংগঠন যুবদলের কয়েকজন নেতাকর্মী জড়িত। ঘটনার পরপরই যুবদল অভিযুক্তদের বহিষ্কার করেছে। পুলিশ এই ঘটনায় প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।