Image description

ভারতের রাজধানী দিল্লির ওয়েলকাম এলাকায় একটি চারতলা ভবন শনিবার সকালে ধসে পড়ে। স্থানীয় সময় শনিবার সকাল ৭টার পরপরই এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়,  ভবনটির ধ্বংসস্তূপে অনেকে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটসহ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। এখন পর্যন্ত চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরও অন্তত তিনজন ধ্বংসস্তূপে আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

তবে ঠিক কী কারণে ভবনটি ধসে পড়েছে, তা এখনো নিশ্চিত নয়। তদন্ত ও উদ্ধার তৎপরতা চলমান রয়েছে।