
রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামের এক ব্যবসায়ীকে নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) বিকালে নড়াইলের সর্বস্তরের ছাত্র-যুব জনতা ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। প্রথমে পুরাতন বাসটার্মিাল চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নড়াইল চৌরাস্তাসহ শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে এসে শেষ হয়।
এসময় মুক্তমঞ্চে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন, গণ অধিকার পরিষদের নড়াইল জেলা শাখার আহবায়ক মোঃ ইমান হোসেন সেলিম, জাতীয় শিক্ষক ফোরাম জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি কামরুল ইসলাম আনসারী, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি ওমর ফারুক, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আনিছুজ্জামান সোহাগ, ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হুসাইন, ছাত্র অধিকার পরিষদ ভিক্টোরিয়া কলেজ শাখার যুগ্ম আহবায়ক মোঃ হাসিবুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলার সদস্য সচিব মো. শাফায়াত উল্লাহ, জাতীয় নাগরিক পার্টি জেলা শাখার সদস্য এসএম ইরফানুল বারী প্রমুখ।
বক্তারা বলেন, “দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি এখন নিজেদের কর্মীদেরও নিয়ন্ত্রণ করতে পারছে না। যারা ১৬ বছর মজলুম ছিল, তারাই এখন জালিম হয়ে উঠেছে। এই চাঁদাবাজি ও সন্ত্রাসের আমরা বিচার চাই।”
তারা আরও বলেন, “শুধু সোহাগ নয়, গত ১০ মাসে বিএনপির সন্ত্রাসে যারা খুন হয়েছেন, প্রত্যেক হত্যার বিচার করতে হবে। আর যদি জেলা প্রশাসক ও পুলিশ সুপার চাঁদাবাজ ও খুনিদের ধরতে ব্যর্থ হন, তাহলে তাদের কার্যালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।”
বিক্ষোভ কর্মসূচিতে ইসলামী আন্দোলন বাংলাদেষ সহ অঙ্গসংগঠন, গণ অধিকার পরিষদ সহ অঙ্গ সংগঠন সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।
Comments