Image description

সম্প্রতি সফলভাবে সম্পন্ন করলেন রবিন রাফানের জনপ্রিয় AI মাস্টারক্লাসের সিজন ৬। যেখানে বিশ্বব্যাপী ১৮টি দেশ থেকে প্রায় ৭০০ কনটেন্ট ক্রিয়েটর অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার (১০ জুলাই) অনলাইন মাস্টার ক্লাসটি অনুষ্ঠিত হয়। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এই গভীর ও প্র্যাকটিকাল সেশনে কনটেন্ট নির্মাতাদের হাতে-কলমে শেখানো হয়েছে কীভাবে তারা AI ব্যবহার করে স্মার্ট, পেশাদার এবং ব্র্যান্ড-রেডি কনটেন্ট তৈরি করতে পারেন। 

বিশেষত গুগলের অত্যাধুনিক ভিডিও জেনারেশন টুল Veo 2 ও Veo 3 নিয়ে ছিল বিশদ আলোচনা। অংশগ্রহণকারীরা শিখেছেন কীভাবে মাত্র একটি টেক্সট প্রম্পট থেকেই 4K কোয়ালিটির সিনেম্যাটিক ভিডিও তৈরি করা যায়। এছাড়া, ব্র্যান্ড এন্ডোসমেন্টের জন্য প্রয়োজনীয় কাস্টম কনটেন্ট তৈরি, AI দিয়ে ভয়েস ক্লোনিং, টেক্সট থেকে মিউজিক ও গান বানানো, অটো ওয়েবসাইট/প্রেজেন্টেশন জেনারেশনসহ নানা Real-Life Use Case নিয়ে অংশগ্রহণকারীদের বাস্তবসম্মত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 

AI মাস্টার ক্লাসটি শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক পরিসরেও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। এখন পর্যন্ত রবিন রাফানের AI মাস্টারক্লাসে অংশ নিয়েছেন ৪,০০০-এরও বেশি কনটেন্ট নির্মাতা, যারা বাস্তবে তাদের কাজের মান ও আয়ের ধারা পরিবর্তন করতে সক্ষম হয়েছেন।  

এই মাস্টার ক্লাসের সফলতা ও ক্রমবর্ধমান চাহিদার পর, রবিন রাফান আবার আলোচনায় এসেছেন তার তৃতীয় বইয়ের প্রি-অর্ডার ঘোষণা দিয়ে। “এআই কনটেন্টঃ প্রম্পট থেকেই ইনকাম” শিরোনামে বর্ষাদুপুর পাবলিকেশন থেকে এই বইটি বাজারে আসবে ১৭ জুলাই ২০২৫, যেখানে তিনি ব্যাখ্যা করেছেন কীভাবে একজন কনটেন্ট ক্রিয়েটর শুধুমাত্র AI প্রম্পট ব্যবহার করেই আয় করতে পারেন। 

কনটেন্ট ক্রিয়েটরদের জন্যে প্রম্পটের কালেকশন যেমন দেয়া আছে তেমনি এআই ব্যবহারের অনেক বেসিক থেকে এডভান্স তথ্য বইটি তে রিয়েল ইনকাম প্রুফ সহ বোঝানোর চেষ্টা করেছেন। বইটি বইসদাই, রকমারি, ওয়াফিলাইফ সহ প্রায় সকল বই বিক্রয় অনলাইন ওয়েবসাইট এ প্রি অর্ডার করতে পারবেন।   

রবিন রাফানের আগের দুটি বই ইতিমধ্যেই বেস্টসেলার হয়েছে, এবং তার AI মাস্টারক্লাস সিরিজ দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে — যার পেছনে রয়েছে তার একনিষ্ঠ প্রচেষ্টা ও কনটেন্ট নির্মাতাদের প্রতি দায়িত্ববোধ।  তিনি বলেন, "আমি শুধু AI শেখাতে চাই না, আমি চাই কনটেন্ট ক্রিয়েটররা যেন নিজের ক্রিয়েটিভ শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে — এমনভাবে, যেন তারা প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজের পেশাগত ভবিষ্যৎ নিজেই গড়ে নিতে পারে।"  এই সাফল্যগাঁথা প্রমাণ করে, রবিন রাফান কেবল একজন কনটেন্ট ক্রিয়েটর নন, তিনি একজন ভিশনারি, একজন শিক্ষক এবং পরবর্তী প্রজন্মের কনটেন্ট নির্মাতাদের জন্য একজন রোডম্যাপ নির্মাতা।