
ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে শামীমা আক্তার আঙ্গুরী (৪৫) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা-বেনাপোল রেললাইনের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সারসাকান্দী গ্রাম-সংলগ্ন রেললাইনে ঘটনাটি ঘটে।
শামীমা আক্তার ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সারসাকান্দি গ্রামের বাসিন্দা সাত্তার সিকদারের মেয়ে ও একই গ্রামের বাসিন্দা ডাক বিভাগের কর্মচারি আশরাফ শেখের সহধর্মিণী। তিনি দুই সন্তানের জননী। শামীমা আক্তার সারসাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার সাকিব আকন্দ বলেন, শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা থেকে বেনাপোলগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পরে শামীমা আক্তার নামের ওই স্কুল শিক্ষিকা ঘটনাস্থলেই মারা যান।
ভাঙ্গা রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. শাফিউর হোসেন বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে ট্রেনে কাটা মৃত অবস্থায় দেখতে পাই। এলাকাবাসী মরদেহটি স্কুল শিক্ষিকা শামীমা আক্তারের বলে শনাক্ত করেন।
তিনি আরও বলেন, আজ বিকেল ৪টার দিকে মৃতের পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।
Comments