Image description

রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক দম্পতি এবং তাঁদের তিন সন্তান দগ্ধ হয়েছেন। আজ শুক্রবার ভোররাতে দগ্ধ অবস্থায় তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। 

দগ্ধরা হলেন মো. রিপন (৩৫), তাঁর স্ত্রী  চাঁদনী (২৮) এবং তাঁদের সন্তান রোকন (১৪), তামিম (২২) ও আয়েশা (১)। তাঁদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, দগ্ধ সবার অবস্থা আশঙ্কাজনক।

ডা. শাওন বিন রহমান জানান, আজ ভোরের দিকে সূত্রাপুর এলাকা থেকে রিপনকে ৬০ শতাংশ, চাঁদনীকে ৪৫ শতাংশ, রোকনকে ৬০ শতাংশ, তামিমকে ৪২ শতাংশ ও শিশু আয়েশাকে ৪৩ শতাংশ দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ইন্সটিটিউটের জরুরি বিভাগের নিয়ে আসা হয়েছে। সকলেরই শ্বাসনালি পুড়ে গেছে। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। জরুরি বিভাগের চিকিৎসা শেষে সবাইকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি দেওয়া হয়েছে।