Image description

ফেনীসহ চট্টগ্রাম বিভাগে বন্যার পানি নামতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ও বন্যা পূর্বাভাস কেন্দ্র। তবে তারা আশা করছে, এবারের বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে। শুক্রবার পূর্ণ চন্দ্রগ্রহণ থাকায় জোয়ারের কারণে ভাটিতে পানি নামতে ধীর গতি দেখা দেবে।

গত বছরের তুলনায় এবার মুহুরি ও সিলোনিয়া নদীর পানি বৃদ্ধির হার বেশি ছিল; পরশুরামে মাত্র ৯ ঘণ্টায় প্রায় সাত মিটার বেশি উচ্চতায় পানি প্রবাহিত হয়েছে। 

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেছেন, "যদি পানিবৃদ্ধির হার তুলনা করি, তাহলে গত বছরের তুলনায় এবারের পানিবৃদ্ধির হার বেশি ছিল। তবে পানি যেহেতু নেমে যাচ্ছে, এবার ক্ষয়ক্ষতি কম হবে।"

জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, ভরা কোটালের কারণে চট্টগ্রামের উপকূলে পানি থৈ থৈ করছে, যার ফলে ফেনীর মুহুরি নদীসহ অন্যান্য নদীতে পানি প্রবাহের হার কিছুটা কমে গেছে। এর ফলে ফেনীর লোকালয়ে ঢুকে পড়া পানি বঙ্গোপসাগরে নামতে কিছুটা সময় নেবে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র ও আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ১৯ জুলাই থেকে বঙ্গোপসাগরে নিম্নচাপ দেখা দিতে পারে এবং তখন আবারও সারা দেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।