Image description

বগুড়া সদরের হরিগাড়ী এলাকায় দুই নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, লাইলি খাতুন (৫৫) ও তাঁর ছেলের স্ত্রী হাবিবা বেগম (২১)। এ সময় দুর্বৃত্তদের রামদা’র কোপে আহত হয়েছে লাইলির ১২ বছর বয়সের মেয়ে বন্যা আক্তার। লাইলি খাতুন সদরের হরিখালী ইসলামপুর এলাকার মৃত আব্দুল কুদ্দুসের স্ত্রী।

স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে কয়েকজন দুর্বৃত্ত অস্ত্র নিয়ে লাইলির বাড়িতে প্রবেশ করে। তারা ঘরে ঢুকে প্রথমে লাইলিকে গলা কেটে হত্যা করে। এরপর তাঁর ছেলে পারভেজ আলমের স্ত্রী হাবিবাকেও গলা কেটে হত্যা করে। এ সময় সেখানে থাকা লাইলির মেয়ে বন্যাকে রাম দা দিয়ে কোপ দেয়। এতে সে গুরুতর আহত হয়।

দুর্বৃত্তরা চলে যাওয়ার পর প্রতিবেশীরা থানায় খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশিদ হত্যার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কারা কী কারণে খুন করেছে তা এখনও জানা যায়নি।