Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে দিনভর সহিংসতার পর গোপালগঞ্জে সন্ধ্যার পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আজ বুধবার রাত ৮ টা থেকে শুরু হয়েছে কারফিউ। কারফিউয়ের কারণে শহরের রাস্তাঘাট ফাঁকা, দোকানপাটও বন্ধ।

ফাঁকা শহরে পুলিশ ও সেনাসদস্যদের টহল দিতে দেখা গেছে।

এরআগে দিনভর সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ, সাংবাদিকসহ আহত হয়েছেন অর্ধশতাধিক। এরমধ্যে অন্তত ৬০ জন গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এদিকে, পুলিশ-আওয়ামী লীগ সংঘর্ষের পর সেনাবাহিনী ও পুলিশের কড়া পাহারায় গোপালগঞ্জ ছেড়েছেন এনসিপির নেতারা। বর্তমানে তারা খুলনা সার্কিট হাউসে অবস্থান করছেন। 

বুধবার আনুমানিক ৩টার দিক থেকে শহরের লঞ্চঘাট এলাকায় থেকে সংঘাত শুরু হয়। এ সময় পুলিশ বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে যোগ দেয় ৪ প্লাটুন বিজিবি ও সেনাবাহিনী।

পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও সেনাবাহিনীকে কয়েক রাউন্ড রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়তে দেখা যায়। এ সময় নেতা-কর্মীদের গাড়িবহর লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে আওয়ামী লীগ সমর্থকরা।