
টানা বৃষ্টিপাত ও দেশের বিভিন্ন স্থানে বন্যার কারণে সরবরাহ কমে যাওয়ায় রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ৩০০ টাকায় উঠেছে। তিন দিন আগেও এর দাম ছিল ৮০ থেকে ১০০ টাকা। বৃহস্পতিবার রাজধানীর কাওরান বাজার, শান্তিনগর ও তুরাগ এলাকার নতুন বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, টানা কয়েক দিনের বৃষ্টিতে কাঁচামরিচসহ অনেক সবজিখেত নষ্ট হয়ে গেছে। এর প্রভাবে সবজির দাম বাড়লেও, কাঁচা মরিচের দাম বেড়েছে সবচেয়ে বেশি।
গতকাল বাজার ঘুরে দেখা যায়, পাইকারি বাজারেই মানভেদে প্রতি কেজি কাঁচা মরিচ ১৮০ থেকে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে তা ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে, তবে পাড়া-মহল্লার দোকানগুলোতে দাম আরও বেশি।
কাওরান বাজারের এক পাইকারি কাঁচা মরিচ বিক্রেতা জানান, টানা বৃষ্টি ও বন্যার কারণে চাহিদা অনুযায়ী সরবরাহ নেই। আবহাওয়া ভালো হলে দাম কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রাজধানীর তুরাগ এলাকার নতুন বাজারের আরেক সবজি বিক্রেতা জানান, তিন-চার দিন আগেও ২৫০ গ্রাম কাঁচা মরিচ ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি করেছেন, যা এখন ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে দাম বেশি ও সরবরাহ কম থাকায় তাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
বৃষ্টির কারণে কাঁচা মরিচের পাশাপাশি ধনে পাতার দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গতকাল বাজারে ১০০ গ্রাম ধনে পাতা ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে, যা কয়েক দিন আগেও ২০ টাকায় পাওয়া যেত।
Comments