
ভোলায় সিঁধ কেটে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণ করেছে তাঁরই এক প্রতিবেশী ও তার সহযোগী।
ভোলা প্রতিনিধি জানান, ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। গতকাল বুধবার ওই নারীকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই গৃহবধূ জানান, মঙ্গলবার রাতে তিনি তাঁর দুই সন্তানকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। মধ্যরাতে প্রতিবেশী কামাল মাঝি ও তার এক সহযোগী সিঁধ কেটে ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করে। বিষয়টি প্রকাশ করলে ধারণ করা ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় তারা। স্বামী বাড়ির বাইরে থাকায় সকালে ওই গৃহবধূ তাঁর বাবার বাড়ির লোকজনকে বিষয়টি জানান।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তায়েবুর রহমান জানান, গৃহবধূর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে।
ভোলা সদর মডেল থানার ওসি আবু শাহদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Comments